এভাবে মাকে সম্মান জানানোয় প্রশংসায় ভাসছেন ছেলে!
‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে!’ পৃথিবীর সব মা-বাবার চিরকালের আশা এটি। প্রতিটা মুহূর্ত সন্তানের সাফল্য কামনা করেন তারা। নিজেদের শখ-আহ্লাদ জলাঞ্জলি দিয়ে হলেও নির্বিঘ্নে বড় করেন ছেলে-মেয়েকে। সন্তান সফল হলে সেটিকেই মনে করেন নিজের সফলতা।…