চিত্রনায়িকা মাহিয়া মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। আর কিছুদিন পরই সন্তানের জন্ম দিবেন তিনি। এমন অবস্থায় তাকে পড়তে হলো আইনি জটিলতায়।






শনিবার (১৮ মার্চ) ওমরাহ শেষে দেশে ফিরতেই বিমানবন্দর থেকে গ্রে;প্তার হয়েছিলেন মাহি। তাকে কা;রাগা;রেও পাঠানো হয়েছিলো। নায়িকার শারী;রিক অবস্থার কথা বিবেচনা করে শোবিজের অনেকেই বিষয়টিকে ভালোভাবে নেননি।
চিত্রনায়িকা পরীমনি নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, এটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাব আমরা! দেখছেন মাহির দিকে। বুক কাঁপলো না আপনাদের!






তিনি আরও লেখেন, একজন অন্তঃসত্ত্বার এই শারী;রিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে! আইনের এই খেলা বন্ধ হোক।
ইতোমধ্যে প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় জামিন পেয়েছেন মাহি।






এদিন (১৮ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫-এর বি;চারক ইকবাল হোসেন এই আদেশ দেন।