‘আমি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙার পর দেখি র;ক্ত আর লা;শ। হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে ঘুম ভাঙে আমার। বাসের মধ্যে থেকে কে বের করে এনেছে জানি না।’






মাদারীপুরের রেলিং ভে;ঙে খাদে পড়ে যাওয়া বাসের যাত্রী উজ্জ্বল এভাবেই দু;র্ঘ;টনার বর্ণনা দেন।
রোববার (১৯ মার্চ) সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
আ;হ;ত উজ্জ্বল গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার বাসিন্দা। উজ্জ্বল বলেন, রোববার সকালে শুরু থেকেই বাস দ্রুত গতিতে চলছিল। এক্সপ্রেসওয়েতে যাত্রীদের অনেকেই নিশ্চিন্তে ঘু;মাচ্ছিলেন তখন।






কেউ চোখ বন্ধ করে ঝিমুচ্ছিলেন। দু;র্ঘটনার সময় কিছুই টের পাইনি।
জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দে;শ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।






এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৪ যাত্রীর ম;র;দেহ উ;দ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃ;ত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া আ;হ;তদের উ;দ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর হাই;ওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নি;হ;তের সংখ্যা প্রায় ১৯ জন। হ;তাহ;ত বহু র;য়েছে। উ;দ্ধার কাজ চলছে।





