নাটোরের বড়াইগ্রামে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের আসার খবর শুনে বিয়ের আসর থেকে পালালেন বর।






পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়েল আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। গতকাল শনিবার (১৮ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন এই জরিমানা করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, শনিবার বিকেলে কুমরুল গ্রামে এক কিশোরীর (১২) বাল্যবিয়ের আয়োজন চলছিল।






এ সময় স্থানীয়রা বাল্যবিয়ের সংবাদ উপজেলা প্রশাসনকে জানান। পরে কুমরুল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) আসার খবরে বর পালিয়ে যায়।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।






পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা দিয়েছে কনের বাবা।