পাকনামি করা ছাড়তে হবে: ওমর সানী

পাকনামি করা ছাড়তে হবে: ওমর সানী

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ব্যবসার বিষয়ে নানা কথা বলে থাকেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রির সমসাময়িক বিষয়েও কথা বলতে দেখা যায় এই নায়ককে।

রোববার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন ওমর সানী।

তিনি ক্যাপশনে লিখেছেন, টাকার লোভ ভাইরাল হওয়ার লোভ, সবকিছু নিয়ে সিনেমা ভাবা।

শুধু শুধু পাকনামি করা এগুলো ছাড়তে হবে। পরিবার হচ্ছে আসল, এর চেয়ে আর কোনো শান্তি নেই।

কাকে নিয়ে এমন কথা লিখলেন, এ প্রশ্ন করেছেন তার ভক্তরা পোস্টের নিচে কমেন্ট করে। কমেন্টের রিপ্লে দিলেও এ ব্যপাারে তিনি কিছু বলেননি।

অভিনেতা লিখেছেন, ‘পরিবার হচ্ছে আসল, এর চেয়ে আর কোন শান্তি নেই।’ ভাইরাল হওয়ার বিপক্ষে অবস্থান নেয়া ওমর সানিকেও অবশ্য মাঝে মাঝে বিভিন্ন পোস্ট ও তারকাদের পোস্টে কমেন্টে করে ভাইরাল হতে দেখা যাায়।

বিনোদন