ওমরাহ করে দেশে ফিরে প্রথমে গ্রে;প্তার তারপরে কারাভোগ এরপরে আবার জামিন শনিবার (১৮ মার্চ) দিনটি এভাবেই কে;টেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। যে মা;মলায় গ্রেপ্তা;র হয়েছিলেন তিনি, একই মামলায় আসামি তার স্বামী রাকিব সরকার।






এতো কিছুর মধ্যেও নিজের ফেইসবুকে গ্যালারীতে রবিবার (১৯ মার্চ) সকালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন করেছেন মাহি। সেই ছবি সঙ্গে ভালোবাসার ইমোজিতে ভাসিয়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মা;মলায় শনিবার (১৮ মার্চ) গ্রেপ্তার হয়েছিলেন মাহি। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রে;প্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।






তবে ‘একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি সৌদি আরবে রয়ে গেছেন’ বলে শনিবার (১৮ মার্চ) সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
রবিবার (১৯ মার্চ) সকালে মাহির পোস্ট করা ছবিটি দেখলে অনেকেই ধারণা করতে পারেন তার স্বামী দেশে ফিরেছেন।






তবে নায়িকার স্বামী সৌদি থেকে দেশে ফিরেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।