জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১০টি এয়ারক্রাফট কেনার প্রস্তাব বিমান পরিচালনা পর্ষদের বোর্ডে অনুমোদন হয়েছে। বুধবার দুপুরে বিমানের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে পরিচালনা পর্যদের বৈঠকে ক্রয়ের বিষয়টি চূড়ান্ত হয়।

ফ্রান্সের এয়ারবাস কোম্পানির কাছ থেকে জিটুজি পদ্ধতিতে এয়ারক্রাফটগুলো কেনা হবে। ২০২৬ সালে দুইটি এয়ারবাস বহরে যুক্ত হবে। বাকী এয়ারক্রাফটগুলো পর্যায়ক্রমে যুক্ত হবে। পর্যদ সভায় বিমানের দাম, কেনার প্রক্রিয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, তিনি জানতে পেরেছেন বিমান পর্যদ সভায় নতুন ১০টি এয়ারক্রাফট কেনার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া বিমানের পরিচালনা পর্ষদ ক্রয় পদ্ধতি, দাম, অর্থের উৎসসহ নানা টেকনিক্যাল বিষয় যুক্ত করে একটি প্রোফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রাথমিক পর্যায়ে দুটি বিমান আনা হবে। পর্যায়ক্রমে অন্যগুলো আসবে। তিনি বলেন, নতুন বিমানগুলো যুক্ত হলে বিমানের বহর আরও শক্তিশালী হবে। আস্তে আস্তে বন্ধ রুটসহ নতুন নতুন রুট চালু করা হবে।

মা নিয়ে উক্তি বাবাকে নিয়ে উক্তি