উপ্সাগরিয় দেশ কাতারে কমিয়ে দেয়া হলো করোনায় আক্রান্তদের কোয়ারেন্টাইন মেয়াদ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।






এতোদিন কাতারে কেউ করোনায় আক্রান্ত হলে কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থাকলেও এখন থেকে তা ৭ দিন নির্ধারণ করা হয়েছে।
ফলে এখন থেকে করোনায় আক্রান্ত হওয়ার কারণে যাদের এহতেরাজ অ্যাপে লাল স্ট্যাটাস আসবে, তা ৭ দিন পর চলে যাবে।






তবে ৭ম দিন তাদেরকে এন্টিজেন টেস্ট করাতে হবে এবং এর রেজাল্ট নেগেটিভ হতে হবে। আর যদি রেজাল্ট পজেটিভহয়, তবে আবারও ৩ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এই ৩ দিন শেষ হওয়ার পর আর টেস্ট করাতে হবে না। বরং স্বয়ংক্রিয়ভাবে এহতেরাজ অ্যাপে রং বদলে যাবে।






বর্তমান সময়ে করোনায় আক্রান্ত হয়ে অনেকে ৭দিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছেন, এমন গবেষণার পরপরই এই সিদ্ধান্ত নিল কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়।