আগামীকাল, ২৩ নভেম্বর, সৌদি আরবে সরকারী ছুটি হবে, রাজ্য মঙ্গলবার ঘোষণা করেছে।
এটি সরকারী এবং বেসরকারী উভয় ক্ষেত্রের সমস্ত কর্মচারীর পাশাপাশি সারা দেশে সমস্ত ছাত্রদের জন্য প্রযোজ্য।






মঙ্গলবার দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা আপসেটে সৌদি আরব শিরোপা ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে।
আর মাত্র একটি ম্যাচ। এই ম্যাচটি জিতলেই রেকর্ড গড়ে ফেলতো আর্জেন্টিনা। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ইতালির সঙ্গে ভাগ বসাতো লিওনেল মেসিরা।






৩৬টি ম্যাচ টানা অপরাজিত। ২০১৯ সালের কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ ব্রাজিলের কাছে হেরেছিল তারা। এরপর থেকে টানা অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাই এবং ফিফা ফ্রেন্ডলি- কোনো ম্যাচেই তারা হারেনি। এরমধ্যে আবার ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়েই শিরোপা জয় করে তারা।






টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপে খেলতে আসার পর সবাই ভেবেছিল, এবার বুঝি আর্জেন্টিনাকে কেউ আটকাতে পারবে না। সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা গড়েই নিবেন তারা। কারণ সামনে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। ম্যাচগুলো খুব বেশি কঠিন হওয়ার কথা নয় মেসিদের সামনে।






কিন্তু ভাগ্য বলে একটা কথা আছে। ভাগ্য নিয়ন্ত্রাও মানুষ নয়। সুতরাং, ইতিহাস বদলে যাওয়ার মত ঘটনা ঘটে গেলো সৌদি আরবের হাতে। কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে আচমকা বড় অঘটনের শিকার হতে হলো আর্জেন্টিনাকে। মেসির মত বিশ্বসেরা খেলোয়াড় থাকার পরও গোল বের করতে না পারা এবং দুর্বল ডিফেন্স- আর্জেন্টিনাকে হারিয়ে দিলো।





