সৌদি আরবের বাদশাহ সালমান মঙ্গলবার নির্দেশ জারি করেছেন যে বুধবার, ২৩ নভেম্বর, সমগ্র সরকারী ও বেসরকারী সেক্টরের সমস্ত কর্মচারীদের পাশাপাশি শিক্ষার সকল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ছুটির দিন হবে।






এটি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশের সাথে সঙ্গতিপূর্ণ।
কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে গ্রিন ফ্যালকন্স।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্রিন ফ্যালকন্সের পক্ষে সালেহ আল-শেহরি এবং সালেম আল-দাওসারআই গোল করে






বিশ্বকাপের দুইবারের চ্যা’ম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মি’শন শুরু করে র্যা’ঙ্কিয়ের তৃতীয় স্থা’নে থেকে। আর সৌদি আরব বিশ্বকাপ খেলেতে আসে ৫১তম স্থানে থেকে। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মু’খোমু’খি হয়।






এদিন কাতারের লুসাইল স্টেডিয়ামে দর্শক উপস্থি’তিতেও রেক’র্ড তৈরী হয়। আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ চলাকালীন মাঠে দর্শকের উপস্থিতি হয় ৮৮ হাজারের বেশি।
আর গু’রুত্বপূর্ণ ম্যা’চটিতে মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হা’রায় আরব দেশটি। এই জয়ে চলমান বিশ্বকাপে প্রথম অ’ঘট’নের জ’ন্ম দিয়েছে সৌদি আরব।





