হবিগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
বুধবার (২২ জুন) বিকেলে সদর উপজেলার বন্যাদুর্গত ধল ও বামকান্দি গ্রামে দলের পক্ষে তিনি ত্রাণ বিতরণ করেন।






এ সময় তিনি বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় পার্টি (বিদিশা) অসহায় দুর্গত মানুষের সঙ্গে থাকবে। তাই আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।






ত্রাণ বিতরণের সময় বিদিশার সঙ্গে ছিলেন পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া,
বিদিশা এরশাদের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান,
যুগ্ম মহাসচিব মেজর অব. সিকদার আনিসুর রহমান প্রমুখ।





