আবারও হতাশ বাইকাররা, পদ্মা ব্রিজ দিয়ে মোটরসাইকেল চলাচল চেয়ে রিট খারিজ

আবারও হতাশ বাইকাররা, পদ্মা ব্রিজ দিয়ে মোটরসাইকেল চলাচল চেয়ে রিট খারিজ

পদ্মা ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে আবেদন করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

রিট খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ইয়ারুল ইসলাম।

পদ্মা সেতু চালু হলে এর উপর দিয়ে মোটর সাইকেন নিয়ে বাড়ি যাবে এই আশায় অপেক্ষায় ছিল বাইকাররা।

কিন্তু পদ্মা সেতু খুলে দেওয়ার পর নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে ব্রিজের উপর দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

রিট করার পরে তারা আবার আশা করেছিল কিন্তু সেই আশায় গু;ড়েবালি। তাই তারা আবারও হতাশ হয়েছেন।

আবু হানিফ হৃদয় নামের যাত্রাবাড়ীর এক বাসিন্দা এ রিট করেন।

রিটে পদ্মা ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চলাচল নি;ষি;দ্ধ করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

২৬ জুন এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

পদ্মা সেতু উদ্বোধনের পরদিন এক তথ্যবিবরণীতে সেতুতে মোটরসাইকেল চলাচল নি;ষি;দ্ধ করে সরকার। এই নি;ষেধাজ্ঞার বি;রু;দ্ধে হা;ইকোর্টে রি;ট দায়ের করা হয়। এতে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নি;ষি;দ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈ;ধ;তা চ্যালেঞ্জ করা হয়।

বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বি;বা;দী করা হয়।

জাতীয় সংবাদ