নিজের প্রেমিককে বিয়ে করতে প্রায় দুই সপ্তাহ অবস্থানের পর স্ত্রীর স্বীকৃতি পেলেন প্রেমিকা মনি আক্তার।
ঐ প্রেমিকার বয়স ১৯ বছর।






পটুয়াখালী জেলার দুমকীতে শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির সসাথে তার বিয়ে হয়।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা ও গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন।
রিয়াজুল রাব্বি উপজেলার পূর্ব জলিশা গ্রামের মৃত. ইউনুস হাওলাদারের ছেলে এবং মনি আক্তার পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।






তাদের বিয়েতে ১ লাখ টাকা দেনমোহর ধার্য্য করা হয়। গত ৭ জানুয়ারি স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন মনি আক্তার।
ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা জানান, মেয়েটি অনেকদিন ধরে এ এলাকায় অবস্থান করছিল।
ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতে এ বিয়ের ব্যবস্থা করা হয়েছে।
দুমকী থানার ওসি মো.আবদুস সালাম জানান, রাব্বি এবং মনির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।
২১ জানুয়ারি শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।





