ঢাকার ভাটারার প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাস চা;;পা;;;য় বেসরকারি ইউনিভার্সিটির এক ছাত্রীর মৃ;;;ত্যু হয়েছে।
২৩ জানুয়ারি রবিবার দুপুর পৌনে ১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে এ দু;র্ঘ;ট;না ঘটে। নি;;হ;;;ত শিক্ষার্থীর নাম নাদিয়া আক্তার।






তার বয়স ২৪ বছর।
ওই শিক্ষার্থী নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে পড়তেন। তার বাসা নারায়গঞ্জের ফতুল্লা থানা এলাকার চাষাড়ায়।
তিনি বিশ্ববিদ্যালয়টির ৪২তম ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন।
এ সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের চা;;;পা;য় ঘটনাস্থলেই তাঁর মৃ;;;ত্যু হয়।






তিনি বলেন, নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক অ’ক্ষ’ত আছেন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার পরপরই বাসটি আ;ট’ক করা হয়েছে। তবে চালক ও হেলপার পা’লি’য়ে গেছে।
নি;;হ;;;তে;র লা;;শ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ম’য়নাতদন্তের জন্য ম;;;র্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, বাসটি প্রথমে মোটরসাইকেলকে ধা;;;ক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মেয়েটি ছি;ট;কে পড়ে যায়।
এ সময় বাসচালক তার গায়ের ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন। চাকার নিচে পি;;;;ষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃ;;;ত্যু হয়।





