যুক্তরাষ্ট্রের অর্থনীতি দৃঢ় হয়েছে। চলতি সপ্তাহে এ তথ্য প্রকাশ পেয়েছে। এতে মার্কিন ট্রেজারি ইল্ড ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ। ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সাপ্তাহিক হিসাবে গত ৬ সপ্তাহের মধ্যে তা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শিগগিরই ইউএস চাকরির উপাত্ত প্রকাশিত হবে। আপাতত সেদিকে নজর রাখছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করেছেন তারা। তাতে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য অধিক হ্রাস পেয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর সামান্য পরিবর্তিত হয়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৩৫ ডলার ০৭ সেন্টে। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৭০ ডলার ৩০ সেন্টে।

আগের কর্মদিবসেও স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছিল। দৈনিক ভিত্তিতে গত ১১ জুলাইয়ের পর যা সবচেয়ে কম ছিল। আর সবমিলিয়ে চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে ১ শতাংশেরও বেশি। সাপ্তাহিক হিসাবে বিগত ৬ সপ্তাহের মধ্যে তা সর্বনিম্ন।

সম্প্রতি অর্থনীতি ও বেকারত্ব হার স্থিতিশীল রয়েছে। এতে মূল্যস্ফীতি হ্রাসের আভাস পাওয়া যাচ্ছে। ফলে মার্কিন ট্রেজারি ইল্ড ব্যাপক ঊর্ধ্বগামী হয়েছে। গত নভেম্বরের পর যা সবচেয়ে বেশি।কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটার বলেন,

বর্তমানে ডলারের মূল্যমান বাড়ছে। প্রধান বৈশ্বিক মুদ্রাটির অবমূল্যায়ন না ঘটলে বুলিয়ন মার্কেট চাঙা হবে না। অর্থাৎ স্বর্ণের দাম বৃদ্ধি পাবে না। আমাদের ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলা উক্তি