পোল্যান্ডের আলকাসকা আপল্যান্ডের এক গ্রাম সুবোশকা। মজার ব্যাপার হলো, গ্রামটির ৬ হাজার বাসিন্দার সবাই থাকেন একটি রাস্তার দুপাশে বাড়ি-ঘর বানিয়ে।

ক্রাকুফ শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গ্রামটির অবস্থান। এখন যেভাবে আছে, মোটামুটি সেভাবেই আছে অনেক বছর ধরে। তবে তখন একে নিয়ে কোনো মাতামাতি ছিল না, আরও পরিষ্কারভাবে বললে এর কথা খুব বেশি মানুষ জানতও না। তবে ইদানীং ড্রোনে তোলা কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রামটি নজর কাড়ে বিশ্ববাসীর।

পাখির চোখে দেখা এসব ছবি আসলেই মন কেড়ে নেয়। এগুলোতে দেখা যায় একটি রাস্তার দুপাশে গড়ে উঠেছে শত শত বাড়ি। তারপর যত দূর চোখ যায়, নানারঙা ফসলের খেত। সবকিছু মিলিয়ে জন্ম দিয়েছে আশ্চর্য এক সৌন্দর্যের। গ্রামটি সম্পর্কে মানুষের আগ্রহ আরও বাড়ে, যখন জানা যায়, এখানকার প্রায় ৬ হাজার বাসিন্দার সবাই ৯ কিলোমিটারের বেশি দীর্ঘ একটি রাস্তার দুপাশেই থাকে ঘর-বাড়ি বানিয়ে।

ওপর থেকে তোলা সুবোশকা গ্রামের ছবি পোল্যান্ডে ভাইরাল হয় দুই বছর আগে, অর্থাৎ ২০২১ সালে। তবে এ মাসেই গ্রামটির একটি ড্রোন ভিডিও নজর কাড়ে সারা পৃথিবীর মানুষের। একটিমাত্র রাস্তার দুই ধারে সব বাড়ি, চারপাশ ঘিরে থাকা ফসলের খেত—সব মিলিয়ে রীতিমতো মন্ত্রমুগ্ধ করে ফেলেছে গ্রামটি সৌন্দর্যপিয়াসী মানুষকে।

এভাবে এক রাস্তার দুপাশের গ্রামের সব ঘর-বাড়ির অবস্থানকে ‘অদ্ভুত’ বলেছে মেইল অনলাইন কিংবা দ্য সানের মতো আন্তর্জাতিক গণমাধ্যম। তবে পোল্যান্ডের বিভিন্ন নিউজ ওয়েবসাইটে পোলিশরা মন্তব্য করেছেন, একটি রাস্তাকে ঘিরে এভাবে গ্রাম গড়ে ওঠা একেবারে অস্বাভাবিক নয় মধ্য ইউরোপের দেশটিতে। ওপর থেকে তোলা ছবিটি একে অসাধারণ করে তুলেছে।

‘সাধারণত রাস্তা ঘিরে যেসব গ্রাম গড়ে ওঠে, এরকমই এটা। তবে পার্থক্য হলো, গ্রামটি অনেকটাই লম্বা।’ মন্তব্য করেন একজন।‘একজন আমাকে বুঝিয়ে বলেন, এর মধ্যে খুব অস্বাভাবিক কী আছে? সাধারণ একটি রাস্তা।’ আরেক জন লেখেন।

এবার বরং গ্রামটির একজন বাসিন্দার কাছ থেকে জেনে নেওয়া যাক হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠার ব্যাপারে তাঁদের অনুভূতি ও গ্রামটি সম্পর্কে।
‘ইন্টারনেটে ওপর থেকে তোলা ছবিটি দেখেছি আমি। আমি জানি লোকেরা আমাদের নিয়ে কথা বলছে। অবশ্য এতে অবাক হইনি, দৃশ্যটি আসলেই অসাধারণ।’ বলেন স্থানীয় একটি দোকানের মালিক এদিতা।

একজনকে মালসামাল বুঝিয়ে দিতে দিতে এই নারী বলেন, ‘এখানে চমৎকার একটি কমিউনিটি আছে। আমরা স্ট্রবেরি ডে উদ্‌যাপন করি, তখন একসঙ্গে নতুন ফসলের তৈরি খাবারের স্বাদ নিই আর গান-বাজনা করি। তেমনি পটেটো ডেতে সবাই একত্র হয়ে একই ধরনের উৎসব করি।’

‘আমাদের এখানকার বাসিন্দারা গল্প করতে পছন্দ করি। সবাই সবাইকে চিনি।’ আরও বলেন তিনি।

যে যাই বলুন, গ্রামটি অবশ্যই আর দশটি সাধারণ গ্রামের চেয়ে আলাদা। হয়তো ইউরোপে এক রাস্তার এমন গ্রাম খুব অস্বাভাবিক নয়। তবে এ রকম বর্ণিল সব ফসলি জমির প্রাকৃতিক নকশার মধ্যে এক রাস্তার দুপাশে শত শত ঘর-বাড়ি, সব মিলিয়ে যে ছবিটি পাওয়া যায় এটা আসলেই অনন্য।

চমৎকার এই গ্রাম সম্পর্কে জেনে আর ছবি দেখে সম্ভবত পরের ইউরোপ সফরে গ্রামটিতে যেতে আগ্রহী হয়ে উঠেছেন। সেক্ষেত্র আপনার জন্য বাড়তি পাওয়া হতে পারে দ্য রেড ট্রেইল অব দ্য ইগল নেস্টসে একটি ভ্রমণ। ওই পথে চৌদ্দ শতকে তৈরি চমৎকার সব দুর্গ আর প্রাসাদের দেখা পাবেন।

ছবি: অডিটি সেন্ট্রাল, ডেইলি মেইল, দ্য ফার্স্ট নিউজ

আরাও পড়ুন... সেরা উক্তি