কিছুদিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচিং কোর্স নিয়ে অ’নি’য়মের অভিযোগ ওঠে। সেখানে নাম জড়িয়েছিল বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির। এবার সেই স্মলি চাকরি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। আর স্মলির চলে যাওয়ার পেছনে অদ্ভুত কারণ দেখিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

মঙ্গলবার (২ মে) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পল স্মলির চাকরি ছেড়ে দেয়ার বিষয়ে জানান। কেন চাকরি ছাড়ছেন, সে বিষয়েও কথা বলেছেন বাফুফে সভাপতি।

কাজী সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে না। এখানে কাজ করার পরিবেশ নেই। তাই চাকরি ছাড়ছেন পল। এই বিষয়গুলোই সে আমাকে বলেছে। সেইসঙ্গে তাকে যেন থাকার জন্য অনুরোধ না করা হয়, সেটিও বলেছে।’

বাংলাদেশে এটি ছিল পলের দ্বিতীয় মেয়াদ। প্রথম মেয়াদে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। এর কিছুদিন পরে সালাউদ্দিন আবার তাকে ফিরিয়ে আনেন। সে সময়ে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি হয়। এবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছাড়ার ঘোষণা দিলেন পল স্মলি।

বাংলা উক্তি