বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারের দোহার লুসাইল বলরুম পাঁচতারা হোটেলে দেশটির উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটিতে নিযুক্ত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এ অনুষ্ঠানে আয়োজন করে।

অনুষ্ঠানে কাতারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেখ ড. ফালেহ বিন নাসের বিন আহমেদ বিন আলী আল থানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রাম, দূরদর্শী নেতৃত্ব এবং স্বাধীনতা যুদ্ধে তথা যুদ্ধ পরবর্তী দেশ গঠনে ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় নেতা এবং মুক্তিযোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে কাতারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, কূটনীতিক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্যরাসহ প্রায় চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

বাংলা উক্তি