ভারতের এয়ার ইন্ডিয়া ফ্লাইটের একটি বিমানে বি;স্ফো;র;ণের ঘটনায় জরুরি অবতরণ করতে হয়েছে। তবে বি;স্ফো;রণ;টি ছিল একটি মোবাইল ফোনের ব্যাটারি। তবে এই বি;স্ফো;রণে আ;ত;ঙ্ক ছড়িয়ে পড়লে জরুরি অবতরণ করতে বা;ধ্য হন পাইলট।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ১৪০ জন যাত্রী নিয়ে উদয়পুর থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানটি ছাড়ার কিছুক্ষণ পরেই মাঝ আকাশে বিমানের ভেতর এক যাত্রীর মোবাইল ফোনের ব্যাটারি ফেটে যায়।

এরপর কালো ধোয়া ছড়িয়ে পড়লে সবার মধ্যে আ;ত;ঙ্কের তৈরি হয়। ব্যাটারি ফেটে যাওয়ার কারণে বিমানে আ;গুন লেগে ভ;য়া;বহ দু;র্ঘ;টনা হতে পারত বলে দাবি কর্তৃপক্ষের।

বিমানের কর্মকর্তারা জানান, জরুরি অবতরণের পরেই যাত্রীদের নামিয়ে বিমান খালি করে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার বিশেষজ্ঞ ক;র্মী;রা বি;স্ফো;রণের ফলে বিমানের ক্ষ;তি হয়েছে কি না তা খতিয়ে দেখেন। অবতরণের এক ঘণ্টা পর আবার এআই৪৭০ ফ্লাইটটি পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বি;স্ফো;র;ণের ফলে যাত্রীরা কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

বাংলা উক্তি