তীব্র শীতের মধ্যে ঘন কুয়াশা। রোদের দেখা নেই। গত কয়েকদিন ধরেই এমন চিত্র। ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ।

সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

আবহাওয়ার উন্নতি হলে ঘণ্টা তিনেক পর ওই ফ্লাইট আবার কলকাতায় ফিরে যায়।

কামরুল ইসলাম বলেন, কলকাতায় ঘন কুয়াশার জন্য কাতার এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাত ৩টা ১৪ মিনিটে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। কলকাতার আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৬টা ৩২ মিনিটে ফ্লাইটটি আবার কলকাতায় ফেরত যায়।

এর আগে শনিবার মুম্বাই থেকে আসা আসামের গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কুয়াশার কারণে শাহজালালে জরুরি অবতরণ করে।

এর আগে কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট কলকাতায় নামে। তবে দুদিন ধরে ঢাকার কোনো ফ্লাইট ফিরে যেতে হয়নি।

গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে কোনো ফ্লাইটকে ফিরে যেতে হয়নি।

বাংলা উক্তি