কাতারের রাজধানী দোহা পুরাতন সবজি মার্কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে মাটির হাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও রেস্টুরেন্টের স্পন্সর কাতারি নাগরিক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাসিম, রেস্টুরেন্টের চার বাংলাদেশি উদ্যোক্তা বায়েজিদ হোসেন শামীম, মাহিন আব্দুস সাত্তার, আমির হোসেন, মোহাম্মদ শাহ জালাল।

আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দীন, কাতার কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আরিফ রহমান মজুমদার, ব্যবসায়ী গোফরান উদ্দিন, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংক, সাংবাদিক ই এম আকাশ, বাংলাদেশ কমিউনিটিরসহ সভাপতি হাজী বাসার সরকার।

উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টের পক্ষ থেকে তিন হাজার প্রবাসীদেরকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

আরাও পড়ুন... সেরা উক্তি