১৯ এপ্রিল বুধবার মুদ্রা ডলারের মান বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ সোনার মূল্য কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন বিশ্ব বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ।

প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০০৩ ডলার ০৩ সেন্টে। অন্যদিকে, আমেরিকার বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।

আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলার ২০ সেন্টে। কার্যদিবসের শুরুতে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

আইজি’র বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, আগামী মে মাসে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপর সেটা বাড়ানো বন্ধ করতে পারে তারা।

তিনি আরো বলেন, এ প্রেক্ষাপটেই মূলত ডলার কিছুটা শক্তি ফিরে পেয়েছে। আর তাতে স্বর্ণের দরপতন ঘটেছে

বাংলাদেশে স্বর্ণের দামঃ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (১৬ এপ্রিল থেকে)

হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট ৯৮ হাজার ৪৪৪ টাকা।

২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ টাকা,

১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও

সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ১২৬ টাকা দামে বিক্রি হবে।

২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮৪৪০/-

২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৮০৫৫/-

১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৬৯০৫/-

২২ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৪৭/-

২১ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১৪০/-

১৮ ক্যা: ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ১২০/-

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ৫৭৫৫/-

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ৯০/-

মা নিয়ে উক্তি বাংলা উক্তি