দর্শনীয় স্থানে গিয়ে ছবি তোলার শখ অনেকেই করেন। তবে কখনো সেই শখই ডেকে আনে মহাবিপদ। তেমন একটি ঘটনাই ঘটছে ইন্দোনেশিয়ায় একটি সক্রিয় আগ্নেয়গিরির কাছে। সেখানে দাঁড়িয়ে ছবি তোলার সময় এক পর্যটক ২৫০ ফুট নিচে পড়ে যান। ফলে ওই চীনা পর্যটক নিহত হয়েছেন।

ওই নারীর নাম হুয়াং লিহং। তিনি একজন চীনা নাগরিক। স্বামী ঝাং ইয়ংয়ের সঙ্গে নীল আগুনের জন্য বিশেষভাবে পরিচিত ওই আগ্নেয়গিরি থেকে সূর্যোদয় দেখার ইচ্ছা ছিল তার।

শনিবার আইজেন নামে পূর্ব জাভার একটি আগ্নেয়গিরি পর্যটক পার্কে বেড়াতে গিয়েছিলেন ৩১ বছর বয়সী হুয়াং লিহং। সেখানেই মর্মান্তিক এ ঘটনা ঘটে।
সূর্যোদয় দেখার জন্য ওই দম্পতি আগ্নেয়গিরির একেবারে কিনারে চলে গিয়েছিলেন।

যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে তারা সেখানে গিয়েছিলেন, সেই কম্পানি ট্যুর গাইড বলেছেন, ছবি তোলার জন্য লিহং বারবার গর্তের কিনারে চলে যাচ্ছিলেন। এ সময় বেশ কয়েকবার তাকে সতর্ক করা হলেও শুনছিলেন না তিনি। পরে ফিরে আসার সময় নিজের পোশাকের সঙ্গে পা জড়িয়ে প্রায় ২৫০ ফুট নিচে পড়ে যান তিনি।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি