ফুল ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে কাতার ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর ও পিএইচডিতে এ বৃত্তি দেবে। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’-এর আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি
আবাসন সুবিধা
বাৎসরিক ভাতা প্রদান
বিমানে যাতায়াতের টিকিট

আবেদনের যোগ্যতা-

স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রিধারী এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে। আইএলটিএস ব্যান্ডস্কোর ৬ থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর থাকা প্রয়োজন।

প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের কপি, একাডেমিক সব সনদ, দুটি রেফারেন্স লেটার, জীবনবৃত্তান্ত, আইএলটিএস স্কোরের সনদ, পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল এবং জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদনের প্রক্রিয়া-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৫৪২ টাকা (১ কাতারি রিয়াল সমান
৩০.১২ বাংলাদেশি টাকা ধরে ২৫ ফেব্রুয়ারির হিসেবে)।

আবেদনের শেষ সময়-

আগ্রহীরা আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি