বিশ্বের শীর্ষ ভোক্তা চীনে ইস্পাতের উৎপাদন কমেছে। সেই সঙ্গে চাহিদা দুর্বল হয়েছে। পাশাপাশি দেশটিতে আকরিক লোহার মজুত বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরও হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শুক্রবার (৮ মার্চ) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৫২ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৮৭৩ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১২১ ডলার ৪৫ সেন্ট। গত সপ্তাহে যা ছিল ১২৩ ডলার ৬৩ সেন্ট।

আলোচ্য কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্ক লৌহ আকরিকের আসছে এপ্রিলের সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ। মেট্রিক টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১১৪ ডলার ২ সেন্টে। আগের সপ্তাহেও বেঞ্চমার্কটির দরপতন ঘটেছিল।

ধাতু পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিলের এক উপাত্তে দেখা গেছে, ৮ মার্চ শেষ হওয়া সপ্তাহে গরম ধাতুর উৎপাদন শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ মিলিয়ন মেট্রিক টনে।

একই সময়ে আকরিক লোহার মজুত ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪১ দশমিক ৫১ মিলিয়ন টনে গিয়ে পৌঁছেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। ফলে চাপে পড়েছে কঠিন ধাতুটির বাজার।

বেইজিং-ভিত্তিক বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিনোস্টিলের বিশ্লেষক ছেঙ পেঙ বলেন, গরম ধাতুর উৎপাদন নিম্নগামী হয়েছে। ফলে আকরিক লোহা দর হারিয়েছে। আমরা বিশ্বাস করি, ইস্পাতের চাহিদা পুনরুদ্ধার হলে শক্ত ধাতুটির বাজারও ঘুরে দাঁড়াবে।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি