বিশ্বের অন্যতম সেরা সম্পদ স্বর্ণ। একে বলা হয়, দুঃসময়ের বন্ধু। সেই প্রাচীনকাল থেকে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে পরিগণিত হয়ে আসছে এটি। যুগ-যুগান্তরে যা গুরুত্ব বহন করে চলেছে। সবসময় যার বিনিময় মূল্য বজায় থাকে।

মূল্যবান ধাতুটির দাম কখনও বাড়ে আবার কখনও কমে। তবে শুধু একক কোনো কারণে স্বর্ণের দরপতন ঘটে না। নেপথ্যে রয়েছে আরও ঘটনা। ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক প্রতিবেদনের আলোকে তা আলোচনা করা হলো।

১. চাহিদা বৃদ্ধি

বিশ্বের অন্যতম লোভনীয় সম্পদ স্বর্ণ। যার রয়েছে বহুবিধ ব্যবহার। উৎপাদন খাতে বহুল ব্যবহৃত হয় এটি। বিদ্যুৎ পরিবাহী, লাইফ-সাপোর্ট ডিভাইসের গুরুত্বপূর্ণ উপাদান ধাতুটি। এতে অনেকে বিনিয়োগ করে থাকেন। বার, মুদ্রা ও স্বর্ণালঙ্কার হিসেবেও এর প্রচলন আছে। এসব ক্ষেত্রে চাহিদা বেড়ে গেলে স্বর্ণের দাম বেড়ে যায়। বিপরীতে দরপতন ঘটে।

২. মুদ্রার সঙ্গে সমন্বয়

অনেক দেশে স্বর্ণের দামের সঙ্গে মুদ্রা বা কাগজের টাকার মান সমন্বয় করা হয়। বিদেশি ঋণ স্বর্ণের বিনিময়ে পরিশোধ করা হয়। কারণ, এক দেশের টাকা অন্য দেশে চলে না। এক্ষেত্রে ঋণগ্রহীতার কাছে প্রয়োজনীয় ধাতুটির আবেদন ব্যাপক বেড়ে যায়। ফলে দরও বৃদ্ধি পায়।

আরও পড়ুন: ভারতে পেঁয়াজ সংগ্রহ শুরু, দাম কত?

যেকোনো দেশে মুহূর্তেই অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। সেই ঝুঁকি এড়াতে স্বর্ণ মজুত করে সরকার। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সেই পরিমাণ বেড়ে গেলে ধাতুটির মূল্য বৃদ্ধি পায়। অনেক সময় কোনো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। সেক্ষেত্রে নিজেদের সম্পদ রক্ষার্থে স্বর্ণে বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। ফলে তাদের কাছে ধাতুটির আকর্ষণ বাড়ে। সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়।

সমসাময়িক বিশ্বে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার। যুক্তরাষ্ট্রের কারেন্সিটির দাম বাড়লে স্বর্ণের দর হ্রাস পায়। আবার ডলারের মূল্য নিম্নমুখী হলে ধাতুটির দাম বেড়ে যায়।

৩. নিরাপদ আশ্রয় সম্পদ

কোনো কোনো সময় অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করে। সেসময় স্বর্ণে মজুত বাড়ান অনেকে। কারণ, এটি নিরাপদ সম্পদ। যার বিনিময় মূল্য সবসময় থাকে। এমন ধারা চললে স্বর্ণের দাম বেড়ে যায়। আবার পরিস্থিতি স্বাভাবিক হলে স্থিতিশীল হয় বা কমে যায়।

আরও পড়ুন: বিশ্ববাজারে আকরিক লোহার দাম বাড়ছেই

যেমন: করোনাকালে সর্বকালের সর্বোচ্চে উঠেছিল স্বর্ণের দাম। প্রতি আউন্সের দর স্থির হয়েছিল প্রায় ২০৮০ ডলারে। এরপর বিধিনিষেধ শিথিল হলে দর পড়ে যায়।

৪. সরবরাহ বৃদ্ধি

স্বর্ণের সরবরাহ বাড়লে দাম কমে যায়। আবার প্রত্যাশার চেয়ে জোগান কম হলে ধাতুটির দর বেড়ে যায়। সময় যত গড়াচ্ছে এর মজুত তত হ্রাস পাচ্ছে। ফলে সম্পদটির দাম বাড়তি রয়েছে। ধারণা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছবে। এ ধারা বজায় থাকলে জনসাধারণের নাগালের বাইরে তা চলে যেতে পারে।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি