ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় চার মাস ধরে যুদ্ধ চলছে। এত দিন পার হলেও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো গাজায় দিন দিন হামলা আরও জোরদার করছে ইসরায়েলি সেনারা।

তবে হামলা জোরদারের সঙ্গে সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করাতে নেতানিয়াহু সরকারের ওপর চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন আরেকটি চুক্তি সম্পাদনের বিষয় বার বার আলোচানায় আসছে।

আগের চুক্তির মতো এবারের চুক্তিতেও মধ্যস্থতা করছে কাতার। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের কর্মকর্তারা।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক উইলিয়াম বার্নস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ও মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।

শনি বা রোববার তাদের এই বৈঠক হবে। আলোচনায় হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দিবিনিময় এবং যুদ্ধবিরতির বিষয় থাকবে।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি