নীল আকাশে শুভ্র মেঘের ভেলা, চারদিকে নির্মল বাতাস। আর তাতেই আকাশে চড়ে বেড়াচ্ছে বর্ণিল সব ঘুড়ি। দশ দিনব্যাপী কাতারে দোহা পোর্টে জমজমাট এই ঘুড়ি উৎসবে সমবেত হয় বহু মানুষ, তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। গত ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বর্ণিল উৎসব শেষ হয় ৩ ফেব্রুয়ারি।

যতদূর চোখ যায় এ যেন নীল আকাশে ঘুড়ির রাজত্ব। দূর থেকে আকাশের দিকে তাকালে মনে হবে, যেন পঙ্খিরাজ ঘোড়া আকাশে উড়াল দিয়ে চলছে। এ ছাড়া বড় বড় ফণা তুলে সামনের দিকে এগিয়ে আসছে গোখরা সাপ, আকাশে নেচে বেড়াচ্ছে নীল তিমি, অক্টোপাস, কাঁকড়া ও বনের চিতা বাঘসহ বিভিন্ন ধরনের ঘুড়ি।

ঘুড়ির রূপে যেন প্রাণীকুলের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মাঝ আকাশে। এতে ভিড় করেছেন বহু দেশের পর্যটক। উৎসবকে মাতিয়ে রাখতে খাবারের স্টলে ছিল সুস্বাদু সব খাবারের আয়োজন।

ঘুড়ি উৎসব দেখতে আসা কুমিল্লার লাকসামের প্রবাসী কাজী নেচার আহমেদ সোহাগ বলেন, ‘বাহারি ডিজাইনের ঘুড়ি দেখলাম।’

কাতারকে পর্যটন দেশ হিসেবে আকৃষ্ট করতে পুরো বছরজুড়ে নানা উৎসবের আয়োজন করে দেশটির সরকার।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি