আমিরাত ন্যাশনাল অয়েল কোম্পানির (ইনোক) সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তি করেছে কাতার এনার্জি। চুক্তি অনুযায়ী, চলতি মাস থেকে ইনোক গ্রুপকে ঘনীভূত প্রাকৃতিক গ্যাস বা কনডেনসেট সরবরাহ করা হবে।

আগামী ১০ বছরে মোট ১২ কোটি ব্যারেল কনডেনসেট সরবরাহ করবে কাতার এনার্জি। গতকাল প্রকাশিত খবরে বলা হয়েছে, চুক্তিতে সই করেছে কাতার এনার্জি এবং ইনোকের সহযোগী প্রতিষ্ঠান ইনোক সাপ্লাই অ্যান্ড ট্রেডিং এলএলসি। খবর অ্যারাবিয়ান বিজনেস

ইনোক গ্রুপের সিইও সাইফ হুমাইদ আল ফালাসি বলেছেন, ‘আমরা কাতার এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সই করতে পেরে সম্মানিত বোধ করছি। এ চুক্তির মাধ্যমে উভয় সংস্থার মধ্যে সহযোগিতা এবং অংশীদারত্ব জোরদার হয়েছে, যা আমাদের গ্রাহক এবং স্টেকহোল্ডারদের ব্যতিক্রমী মূল্য দেয়ার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।’

চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত দেশের অভ্যন্তরে ও পাশের অঞ্চলে বাণিজ্যিক প্রসার ও কাতারের কৌশলগত সহযোগিতার নীতিমালাকে তুলে ধরে। চুক্তির নীতিমালা অনুসারে, পরবর্তী সময়ে দেশটি কনডেনসেট রফতানির পরিমাণ আরো বাড়াবে। দেশটির নর্থ ফিল্ড ইস্ট (এনএফই) এবং নর্থ ফিল্ড সাউথ (এনএফএস) গ্যাস ক্ষেত্র চালু হওয়ার পরই সরবরাহ বাড়ানোর প্রকল্প বাস্তবায়িত হবে।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি