ঋণের বোঝা বয়ে চলা গ্লেজার ফ্যামিলি ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েক বছর আগে। ক্লাব কেনার দৌড়ে এগিয়ে আছেন ব্রিটেনের শীর্ষ ধনী স্যার জিম র‌্যাটক্লিফ। এই তালিকায় নাম আছে কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানির ছেলে শেখ জসিম বিন হামাদ আল থানিরও।

অনেক দিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন শেখ জসিম বিন হামাদ আল থানি। এবার তিনি মালিকপক্ষকে ৫০০ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬৬ হাজার ৭০৮ কোটি ৪৫ লাখ। পাশাপাশি ইউনাইটেডের সকল ঋণও মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। খবর ডেইলি মেইলের।

সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, ইউনাইটেডের ঋণের পরিমাণ সাত হাজার কোটি টাকার বেশি। মূলত করোনা মহামারির পর এখনও গুছিয়ে উঠতে পারেনি ইউরোপের টপ ক্লাবগুলো। আছে রাশিয়া-ইউক্রেন যু;দ্ধে;র প্রভাবও।

এ এক অন্য সময়। বেশ কিছু ক্লাবের মালিকানায় এসেছে পরিবর্তন। বিরাট অঙ্কের অর্থ জোগাড় করতে যেন হাঁপিয়ে উঠছেন পুরোনোরা। নতুন মালিকের অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও।

বিভিন্ন খাতে আয় কমেছে প্রিমিয়ার লিগ হেভিওয়েটদের। সম্প্রচার রেভিনিউ কমেছে ৩২ দশমিক ১ শতাংশ। রিটেইল, মার্চেন্ডাইজিং, অ্যাপারেল ও প্রডাক্ট লাইসেন্সিংয়ে হ্রাস পেয়েছে ৩ দশমিক ১ শতাংশ। আর ম্যাচ ডে রাজস্বের ক্ষেত্রে ১৩ দশমিক ৬ শতাংশ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে অবনমন হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রেড ডেভিলদের ইনকামে।

বর্তমান মালিক গ্লেজার ফ্যামিলির কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ সমর্থকরা। বিভিন্ন সময় ক্লাবের সামনে আন্দোলনও করেছে তারা। সবকিছু মিলিয়ে ক্লাব বিক্রির সিদ্ধান্ত নেয় গ্লেজার ফ্যামিলি। কেনার দৌড়ে এগিয়ে আসেন জিম র‌্যাটক্লিফ ও কাতারি শেখ জসিম বিন হামাদ আল থানি। এই দৌড়ে আছে মার্কিন প্রতিষ্ঠান এলিয়ট ম্যানেজমেন্টও।

মা নিয়ে উক্তি বাংলা উক্তি